ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।  

চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

 

রোববার (২ অক্টোবর) সকালে শহীদ কাদের সড়কে অবস্থিত সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার সহ-সভাপতি ধনা চন্দ্র্র সেন।  

এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর পরিমল দেবনাথ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিধান কানুনগো, সম্পাদক সজল বরণ সেন প্রমুখ।  

এসময় চার শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।