ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে জোড়া লাগানো শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ঢামেকে জোড়া লাগানো শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

ঢাকা: গাইবান্ধা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বজনদের ফেলে যাওয়া নবজাতক দুইজোড়া শিশুর উন্নত চিকিৎসার জন্য ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ঢামেকের পেডিয়াট্রিক সার্জারির সহযোগী অধ্যাপক শাহানুর ইসলাম বাংলানিউজকে জানান, ১২ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওই জোড়া শিশুর চিকিৎসা চলেছে।



গাইবান্ধা থেকে একটি জোড়া লাগানো নবজাতক নিয়ে এসেছেন তাদের পিতামাতা। এই নবজাতকটির ছোট একটি অস্ত্রোপচার করা হবে আগামী সপ্তাহে। আর ঢামেকে ফেলে যাওয়া জোড়া নবজাতকের চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এজেডএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।