ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

গোদাগাড়ীতে গ্রিন উইমেন’র নারীর স্বাস্থ্য সচেতনতামূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
গোদাগাড়ীতে গ্রিন উইমেন’র নারীর স্বাস্থ্য সচেতনতামূলক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ‘গ্রিন উইমেন’র এর ‘ডোনেট অ্যা প্যাড ফর অ্যা উইমেন’ এর দ্বিতীয় ক্যাম্পিংয়ের অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় গোদাগাড়ী উপজেলা পরিষদের হলরুমে কর্মজীবী নারীদের নিয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের মূল সংগঠক ফারজানা সিরাজ সেখানে নারীকে ‘সবুজ’ রাখার ডাক দেন।

এতে সহযোগিতা করেন- গোদাগাড়ী প্রেসক্লাবের দফতর সম্পাদক আব্দুল বাতেন, অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ফ্যাশন ডিজাইনার মরিয়ম বেগম রত্না, গ্রিন উইমেন সংগঠনের একান্ত সহযোগী ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকার সম্পাদক অয়ন আব্দুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আদিত্য রায়হান, গোদাগাড়ী আফজি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি মামুন, ফ্রেন্ডস ফোরামের বন্ধু শীষ মোহাম্মদ ও গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

ক্যাম্পেইন চলাকালে নারীর অসচেতনতা, কুসংস্কার ও জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফারজানা সিরাজ উপস্থিত কর্মজীবী নারীদের সামনে তার সংগঠনের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন। পরে তিনি প্রত্যেক নারীর কাছে গিয়ে তাদের শারীরিক সমস্যার কথা শোনেন এবং নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করেন।

ফারজানা সিরাজ বলেন, পিরিয়ডের সময় অনেক নারী অপরিষ্কার কাপড় ব্যবহার করেন, এর ফলে জরায়ুমুখে ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে।

তাই কাপড় ব্যবহার না করে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ৩শ নারীর মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।

** ‘গ্রিন উইমেন’র স্বপ্ন দেখা একজন ফারজানা

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।