ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ফেনীতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ফেনী: ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ফেনী শিশু নিকেতন স্কুলে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরের কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি২ গভর্নর লায়ন মো. জোনায়েদ ইকবাল পিএমজেএফ।

 

ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব ও ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের আয়োজনে চক্ষু চিকিৎসা শিবিরের চেয়ারম্যান লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ফাস্ট ভাইস গভর্নর কাজি সাইফুল ইসলাম সোহেল এমজেএফ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আশফাকুর রহমান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন আতিকুল হাসান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোবারক হোসেন এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন খায়রুল আলম টন্টু, লায়ন এএফএম দেলোয়ার জগলু, লায়ন মো. রুহুল আমিন ভূঁইয়া ও লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া।

দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে পাঁচজন চিকিৎসক প্রায় সহস্রাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। এসব রোগীদের মধ্যে প্রায় সাত শতাধিক দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং এদের মধ্যে শতাধিক রোগীর ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এসব রোগীদের আগামী ১৪ ও ১৬ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

লায়ন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-ফেনী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মনোয়ারা বেগম রানী, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন নুরুন নাহার খানম ডেইজি, সাবেক প্রেসিডেন্ট লায়ন সাহেদ উদ্দিন মিল্লাত, লায়ন আমিরুল হক চৌধুরী জাহাঙ্গীর, লায়ন এ এইচ এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, লায়ন মিয়া মো. রোকন উদ্দিন আকমল, লায়ন ডা. শহিদুল ইসলাম, লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, লায়ন হারুন অর রশিদ মজুমদার, লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন মোজাম্মেল হক বাবুল, লায়ন এম মহিউদ্দিন মাহি, লায়ন জহিরুল ইসলাম সফি, লায়ন প্রিতিমিয় পোদ্দার, লায়ন জসিম উদ্দিন, লায়ন এ কে এম রফিকুল হক নিপু, লায়ন জাফর আহম্মদ ভূঁইয়া, লিও ডিস্ট্রিক্ট এর সাবেক প্রেসিডেন্ট লায়ন আবদুর রহমান সুজন, ফেনী লিও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক লিও নাজমুল হক শামীম, লিও আবদুল কাইউম, লিও সৈয়দ রইসুল ইসলাম রিমন, লিও আবদুল আলিম ও ফেনী লিও ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লিও আবুল কালাম আজাদসহ লায়ন ও লিও বৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতি বছর ফেনীতে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম ছাড়াও চোখের ছানি অপারেশন রোগীদের ওষুধ, থাকা-খাওয়া, যাতায়াতসহ সব খরচ লায়ন্স ক্লাব বহন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।