ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ঝালকাঠিতে ৩ দিনব্যাপী স্বেচ্ছায় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ঝালকাঠিতে ৩ দিনব্যাপী স্বেচ্ছায় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

ঝালকাঠি: ঝালকাঠিতে স্বেচ্ছায় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টায় ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

কলেজের অধ্যক্ষ একে এম মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহআলম।

ঝালকাঠির দেশবাংলা হাসপাতাল ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের এ ব্লাড গ্রুপ নির্ণয় করার কর্মসূচি ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad