ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডিআরইউতে চলছে শেষ দিনের স্বাস্থ্যসেবা ও ফ্যামেলি হেলথ ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ডিআরইউতে চলছে শেষ দিনের স্বাস্থ্যসেবা ও ফ্যামেলি হেলথ ক্যাম্প ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চলছে চারদিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ফ্যামেলি হেলথ বিষয়ক ক্যাম্পের শেষ দিনের কার্যক্রম ।

শুক্রবার (নভেম্বর ৪) সকাল ৯টায় স্বাস্থ্যসেবা ও সকাল ১০টায় ফ্যামেলি হেলথ বিষয়ক ক্যাম্প সাগর-রুনী মিলনায়তনে শুরু হয়।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিন ডায়াবেটিস পরীক্ষার জন্য ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের খালি পেটে ক্যাম্পে আসার জন্য ডিআরইউ’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

শেষ দিনের ক্যাম্পে উপস্থিত রয়েছেন ডা. মো. সাইফুল (হেড অব মার্কেটিং নভো নরডিস্ক ফার্মা), ডা. ফারুক আহমেদ (রিপন) (কনসালট্যান্ট বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স অ্যান্ড হসপিটাল) এবং গাজ তৌহিদ (সিনিয়র এক্সিকিউটিভ নভো নরডিস্ক ফার্মা)।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএফআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।