ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

যক্ষ্মা নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
যক্ষ্মা নিয়ন্ত্রণে প্রয়োজন জনসচেতনতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যক্ষ্মা নিয়ন্ত্রণে জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘যক্ষ্মা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা: যক্ষ্মা নিয়ন্ত্রণে জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘যক্ষ্মা প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আবুল কালাম বলেন, যক্ষ্মা একটি সামাজিকব্যাধী। এখনও অনেকে যক্ষ্মাকে কেবল ফুসফুসের সমস্যা বলে মনে করেন। আসলে এ রোগ শরীরের যেকোনো জায়গায় হতে পারে। অপুষ্টি, পরিবেশ দূষণ, ঘনবসতি, অসচেতনতাসহ দেহে অন্যান্য রোগের উপস্থিতিতে এ রোগ হতে পারে। তাই যক্ষ্মা প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা।

তিনি আরও বলেন, যক্ষ্মার প্রাদুর্ভাব বাংলাদেশে যেমন নিয়ন্ত্রণে আছে তেমনি যক্ষ্মা নিয়ন্ত্রণে বেশকিছু চ্যালেঞ্জও বিদ্যমান রয়েছে। এছাড়া সরকারের একার পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। নয়তো ক্রমেই এ রোগ বিস্তার লাভ করতে থাকবে।

প্রায় সবদেশেই যক্ষ্মা রোগের বিস্তার রয়েছে। ওইসব দেশের ক্ষেত্রে এটি মোকাবেলা করা যতোটা সহজ, আমাদের পক্ষে ততোটা সহজ নয়। কেননা, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ অশিক্ষিত।

তিনি আরও বলেন, ইচ্ছে থাকলেও আমরা অর্থ সংকটের কারণে যেকোনো বিষয়ে গবেষণা করতে পারি না। যেমন- ম্যালেরিয়া, যক্ষ্মা বা এইচআইভি রোগ চিহ্নিত করতে প্রয়োজন অর্থ। ফলে অনেকে এ রোগে আক্রান্ত হয়েও অর্থের অভাবে চিকিৎসা নিতে যান না। এজন্য স্বাস্থ্য সম্পর্কিত সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিএমএ মহাসচিব অধ্যাপক ড. ইকবাল আর্সলানসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসজে/ওএইচ/জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।