ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ক্যন্সারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ক্যন্সারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুরু হলো তৃতীয় বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস। দুই দিনব্যাপী বাংলাদেশ ক্যান্সার কংগ্রেসের সমাপনী হবে রোববার (২০ নভেম্বর)।

ঢাকা: শুরু হলো তৃতীয় বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস। দুই দিনব্যাপী বাংলাদেশ ক্যান্সার কংগ্রেসের সমাপনী হবে রোববার (২০ নভেম্বর)।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আর্মি গলফ ক্লাবে এই কংগ্রেসের উদ্বোধন করেন ঢাকা মহানগরী উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

উদ্বোধনী বক্তব্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শুধু সচেতনতা এবং নিয়ম মেনে চলেও ক্যান্সারের ঝুঁকি কমানো যায়। সে বিষয়ে জনগনকে সচেতন হবে হবে।

অনকোলজি ক্লাব ও সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট, বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এম এম শরিফুল আলম।

দু’দিনের কংগ্রেসে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা ছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএন/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।