বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে (বাদ জোহর) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন তার স্মরণে সভার আয়োজন করে।
স্মরণ সভায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ব্যস্ততার মধ্যেও প্রতিটি মানুষের উচিৎ মৃত্যুর কথা মনে রাখা- ভালো কাজ করা।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার মো. আব্দুল আলীম, নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল শান্তনা রানী দাস, সেকশন অফিসার ও পিএস টু ভাইস-চ্যান্সেলর-১ মো. আমিনুল ইসলাম পলাশ, সেকশন অফিসার ও পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) মো. মোক্তার হোসেন, সেকশন অফিসার ও পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মো. আলমগীর হোসেন, সেকশন অফিসার চন্দ্র রায়, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. ইয়াহিয়া, চিফ মেডিকেল টেকনোলজিস্ট মো. আলমাছ আলী খান, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিদুল হক প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান নয়ন, সঞ্চালনা করেন সেকশন অফিসার জিএম আবু হাসান ও সনজীব কুমার রায়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এটি