ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মিটফোর্ডে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মিটফোর্ডে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ঢাকা: বগুড়ায় রোগীর স্বজনদের সঙ্গে মারপিটের জেরে চিকিৎসকদের শাস্তি দেওয়ার প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি পালন করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৫ মার্চ) সকাল থেকেই তারা এ কর্মবিরতি পালন করছেন।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বাংলানিউজকে বলেন, বগুড়ার ঘটনায় সকাল থেকেই ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করছেন।

তারা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে।

তিনি আরো বলেন, ৯০০ শয্যার এ হাসপাতালে এখন ১ হাজারেরও বেশী রোগী ভর্তি আছেন। রোগীদের যেনো কোনো ক্ষতি না হয় তা চিন্তা করে হাসপাতালের অধ্যাপক, সহকারী অধ্যাপক ও হাসপাতালে টেইনিং নিতে আসা চিকিৎসকদের দিয়ে সেবা দেওয়া হচ্ছে।

খলিল নামে এক রোগীর চাচাতো ভাই বেলাল বাংলানিউজকে বলেন, খলিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা না পেয়ে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এজেডএস/আরআইএস/জেডএম     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।