ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

টুঙ্গীপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
টুঙ্গীপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প টুঙ্গীপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর উদ্যোগে গেমাডাঙ্গা টুঙ্গীপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে (জিটি স্কুল প্রাঙ্গণে) এ ক্যাম্প শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

চিকিৎসা বিভাগের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ অন্ততঃ অর্ধ শতাধিক খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

এসময় রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
 
বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএমএ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
গোপালগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে শত শত রোগীরা এখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন।
এর আগে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএমএ নেতৃবৃন্দ। বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলালের নেতৃত্বে সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিএমএ নেতৃবৃন্দ।

পরে সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান, সংগঠনের সহ সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. এবিএম আব্দুল্লাহ, ডা. আতিকুল হক, ডা. এহসানুল কবির জগলুল, ডা. জামাল উদ্দিন, ডা. ছালেহা বেগম, ডা. সোহেল মাহমুদ উত্তম কুমার বড়ুয়া, বিএমএ গোপালগঞ্জ শাখার সভাপতি ডা. আবিদ হাসান, সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, সমন্বয়কারী ডা. প্রল্হাদ চন্দ্র বিশ্বাসসহ বিএমএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।