ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

প্রতিবছর ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
প্রতিবছর ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন গোলটেবিল বৈঠকে বক্তারা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: দেশে প্রতিবছর ১ লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ৯১ হাজারেরও বেশি।

রোববার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লানটেশন (বিএমটি) ইউনিট এবং রোশ বাংলাদেশের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

বৈঠকে বক্তারা বলেন, ক্যান্সারের ভয়াবহতা এবং ক্ষতির পরিমাণ অবর্ণনীয়।

সঠিক সময়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং উপযুক্ত চিকিৎসা পেলে মৃত্যু অনেকটাই কমানো সম্ভব। ২০৩০ সালের মধ্যে দেশে ক্যান্সার চিকিৎসায় অগ্রগতি অর্জন করতে হবে।

আসন্ন জাতীয় বাজেটে ক্যান্সার চিকিৎসায় নির্দিষ্ট বরাদ্দের জন্য সরকারকে আহ্বান জানান তারা।  

‘ক্যান্সার মোকাবেলায় আমাদের প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। সভাপতিত্ব করেন ঢামেকের রক্তরোগ ও ক্যানসার বিভাগের অধ্যাপক ডা. এম এ খান। আরও ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।