ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকরে বিশেষ নজর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকরে বিশেষ নজর

ঢাকা: হার্টের রিংয়ের জন্য সরকার নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে কি-না, তা তদারকিতে ওষুধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি এ পদক্ষেপে সহযোগিতা করতে ব্যবসায়ী ও চিকিৎসকদের প্রতি ফের আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ মে) রাজধানীর মহাখালী ওষুধ প্রশাসন অধিদফতরের সম্মেলন কক্ষে ডিজিটাল ওষুধ রেজিস্ট্রেশন সফটওয়্যার ‘ফার্মাডেক্স’ উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি।

ইউএসএআইডি’র অর্থায়নে ফার্মাডেক্স সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে প্রথমবারের মতো দেশে ওষুধের অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু হল।

বাংলাদেশের ওষুধ শিল্পের বিকাশে এ অনলাইন নিবন্ধন পদ্ধতির প্রবর্তনকে যুগান্তকারী উদ্যোগ অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিকাশমান ওষুধ শিল্পের সুনাম আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত। যুক্তরাষ্ট্রসহ ১২৭টি দেশে এখানকার ওষুধ রফতানি হচ্ছে। তাই ওষুধের মান যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেজন্য শিল্প মালিকদের সতর্ক থাকতে হবে।

সরকার ভেজাল ওষুধের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে জানিয়ে ওষুধ শিল্প মালিক সমিতির সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই পার্কে প্লট বরাদ্দ নিয়ে ওষুধ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতেও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএন/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।