ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ সেন্ট্রাল হাসপাতাল

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে চৈতী নামে ওই ছাত্রীর মৃত্যু হয়। তারপরই ভাঙচুরের ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে জানান, অভিযুক্ত ডাক্তারকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মারা যাওয়া ছাত্রী চৈতী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্ডিসে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালটিতে ভর্তি হন চৈতী। পরে ডাক্তার ওই রোগের চিকিৎসা না করে ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ায় চৈতীর মৃত্যু হয়।
 
অধ্যাপক ড. এএম আমজাদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ছাত্রীর অভিভাবকের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এসকেবি/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।