ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যৌথ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যৌথ সভা রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যৌথ সভা

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সেবা গ্রহীতাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারের সভাপতিত্বে এবং সনাকের এরিয়া ম্যানেজার মো. মাসুদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সনাকের সহ সভাপতি অমলেন্দু হাওলাদার, সদস্য নিরূপ দেওয়ান, বাঞ্চিতা চাকমাসহ স্থানীয় সাংবাদিকরা।

সভায় রাঙ্গামাটি সদর হাসপাতালে সেবার মান বৃদ্ধি, উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু, বিদ্যুৎ সমস্যা দূরীকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।