ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

স্কুল-কলেজের ৩ কিমির মধ্যে সিগারেট বিক্রি বন্ধ হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, মে ৩০, ২০১৭
স্কুল-কলেজের ৩ কিমির মধ্যে সিগারেট বিক্রি বন্ধ হবে সভায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিন কিলোমিটারের মধ্যে সিগারেট-বিড়ি বিক্রি বন্ধ করতে হবে। সেজন্য কিছু দিনের মধ্যেই নির্দেশনা পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলয়াতনে মঙ্গলবার (৩০ মে) দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘তামাক-উন্নয়নের অন্তরায়’ বিষয়ক এ আলোচনার আয়োজন করে ঢ‍াকা আহ্ছানিয়া মিশন।

রাঙ্গা বলেন, বড় নেতা ও মন্ত্রী-সচিবরা অনেকে এখনও ধূমপান করেন। আগে তাদের ধূমপান বন্ধ করতে হবে।  

যত্রতত্র ধূমপান বন্ধ করতে তিনি আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দেন।

তামাক পণ্য ব্যবহার বন্ধে জনসচেতনতা সৃষ্টির ওপর তাগিদ দিয়ে রাঙ্গা বলেন, ওপর থেকেই (মন্ত্রী-এমপি পর্যায়) এ সচেতনতা তৈরি হতে হবে। বিড়ি-সিগারেটে ট্যাক্স-ভ্যাট ফাঁকি কঠোর হস্তে দমন করতে হবে।  

আয়োজক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ।

মূল প্রাবন্ধিক বলেন, বিশ্বের সবচেয়ে কম দামে তামাক পণ্য পাওয়া যায় বাংলাদেশে। ধূমপান না করেও পরোক্ষভাবে এর শিকার দেশের প্রায় ১ কোটি নারী।

ধূমপানের ধোঁয়ায় ৭ হাজার ধরনের বিষাক্ত পদার্থ থাকে, যার মধ্যে ৬৯টি পদার্থ ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বলে জানান ইকবাল মাসুদ।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।