ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

তামাকজনিত রোগে দেশে বছরে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
তামাকজনিত রোগে দেশে বছরে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কেবল তামাকজনিত কারণে ক্যান্সারসহ বিভিন্ন রোগে বিশ্বে প্রতি বছর ৬০ লাখ লোক মারা যান। এর মধ্যে বাংলাদেশেই মারা যায় ৫৭ হাজার মানুষ। আর পঙ্গুত্ব বরণ করেন ৩ লাখ ৮২ হাজার মানুষ। চিকিৎসা, মৃত্যু ও পঙ্গুত্বের কারণে প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়।

বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক গবেষণার কথা উল্লেখ করে বুধবার (৩১ মে) দুপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানায় রাজশাহী জেলা টাস্ক ফোর্স কমিটি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, তামাক খাত থেকে বাংলাদেশের বছরে আয় মাত্র ২ হাজার ৪শ’ কোটি টাকা।

এ হিসাবে বছরে নিট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬শ’ কোটি টাকা। যা খুবই উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয় ওই সভায়।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে রাজশাহী জেলা সিভিল সার্জন ড. সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহমেদ আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা হক, মেডিকেল অফিসার ড. ফরিদ হোসেন।

আলোচনা সভায় বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের জরিপ তুলে ধরে বলা হয়, প্রতি ৬ সেকেন্ডে একজন করে প্রতি বছরে ৬০ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয় মৃত্যুবরণ করে। এ হিসাবে ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রতিবছর তামাকের কারণে মারা যাবে ১ কোটি মানুষ, যার ৭০ লাখই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অধিবাসী। তাই বাঁচতে হলে এখনই তামাকজাত পণ্য বর্জন করতে হবে।

এর আগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালনের লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। এন্টি টোব্যাকো অ্যালাইন্স- আত্মা’র রাজশাহী জেলা কমিটির নেতৃত্বে শোভাযাত্রাটি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী জেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অংশ নেয়।

শোভাযাত্রায় অংশ নেন আত্মা’র কেন্দ্রীয় কমিটির সদস্য বাসাস’র সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, স্থানীয় দৈনিক আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া ও আয়োজক সংগঠন এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এসএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।