ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢাবিতে পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা দল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ঢাবিতে পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা দল ঢাবিতে পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পরিবেশ দিবসে ‘ইউথ ক্লাইমেট পার্লামেন্ট’ শীর্ষক পরিবেশ বির্তকে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দল। রানার্স আপ হয়েছে নারায়ণগঞ্জ দল।

সোমাবার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং বেসরকারি সংস্থা সিপ, পরিপ্রেক্ষিত ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় মোট ছয়টি বিদ্যালয় দল অংশগ্রহণ করে। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়, মিরপুর বালিকা আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ও মিরপুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা দল এবং নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মরগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ দল গঠন করা হয়।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসকেবি/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।