ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিশেষ বিসিএসে ১০ হাজার ডাক্তার নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বিশেষ বিসিএসে ১০ হাজার ডাক্তার নিয়োগ

ঢাকা: বিশেষ বিসিএস’র মাধ্যমে পর্যায়ক্রমে ১০ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ জুন (বৃহস্পতিবার) প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।

শনিবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী এ সংক্রান্ত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন— বিশেষ বিসিএস’র মাধ্যমে ১০ হাজার ডাক্তার পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। তৃণমূলের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের সময়ে বিগত ৩ বছরে বিসিএস’র মাধ্যমে প্রায় সাত হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য ৩৩তম বিসিএসে ছয় হাজার ডাক্তার নিয়োগ দিয়ে তাদের উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।