ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মনিরামপুরে নতুন টিএইচও ডা. গৌতম ঘোষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মনিরামপুরে নতুন টিএইচও ডা. গৌতম ঘোষ

যশোর: মনিরামপুরে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. গৌতম কুমার ঘোষ।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. দিলিপ কুমার রায়ের পদোন্নতিজনিত বদলির ফলে জেলা সিভিল সার্জনের এক আদেশে ডা. গৌতম কুমার ঘোষ এ দায়িত্ব গ্রহণ করেছেন।

কেশবপুরের কড়িয়াখালী গ্রামের ছেলে ও খুলনা মেডিকেল কলেজের কে-৬ ব্যাচের ছাত্র ডা. গৌতম কুমার ঘোষ ২৫তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন।

পরে তিনি মেডিসিনে এমডি ও এমসিপিএস ডিগ্রি, বারডেম থেকে সিসিডি’তে গোল্ড মেডালিস্ট এবং কার্ডিওলজি-থিসিসে এফসিপিএস ডিগ্রি অর্জন করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।