ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে ৩ লাখ ২৫ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
কুড়িগ্রামে ৩ লাখ ২৫ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল কুড়িগ্রামে ৩ লাখ ২৫ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলায় আগামী ৫ আগস্ট ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ২শ’ ৮০ শিশুকে নীল রংয়ের ’এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৮৯ হাজার ৬শ’ ৯১ শিশুকে লাল রংয়ের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড সফল করার লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহম্মদ ফেরদৌস খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. গোলাম আযম নুর, ডিপুটি সিভিল সার্জন ডা. রোজিনা বেগম, বিএম জেলা শাখার সভাপতি ডা. নাছির উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুসহ জেলায় গণমাধ্যম কর্মীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড কর্মসুচি সফল করতে এক হাজার ৯শ’ ৪৯টি কেন্দ্রের মাধ্যমে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।