ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময়

মানিকগঞ্জ: আগামী ৫ আগস্ট (শনিবার) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সালমুন নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সালমুন নাহার জানান, আগামী ৫ আগস্ট মানিকগঞ্জের সাতটি উপজেলার সব এলাকায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১ হাজার ৪৯টি। ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৫৭২টি।

জেলায় সর্বমোট ১৬৯৩টি টিকাদান কেন্দ্রে ৩৩৮৬ জন স্বেচ্ছাসেবী ওই টিকাদান কর্মসূচিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাপসুলটি খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।