ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা

পাবনা: ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন।

এসময় বক্তব্য রাখেন-ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, ই পি আই সুপারভাইজার রবিউল আলম প্রমুখ।
 
কর্মশালায় সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন বলেন, জেলার ৯টি উপজেলায় মোট ১ হাজার ৯৩০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৭৭২ শিশুকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩৩ হাজার ৫৬ শিশুকে টিকা খাওয়ানো হবে। আর এই কাজে দায়িত্ব পালন করবেন ৪ হাজার ২০৮ জন। এসময় সবাইকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অনুরোধ জানানো হয়।

কর্মশালায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো এবং এ কর্মসূচির নানান দিক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।