ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৫ লক্ষাধিক শিশু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
সিলেটে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৫ লক্ষাধিক শিশু

সিলেট: সিলেটে ৫ লাখ ৮ হাজার ৫৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে আগামী শনিবার (৫ আগস্ট) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সারাদেশের মতো সিলেট জেলায় ৫শ’৬৩ ও মহানগর এলাকায় ২শ’২০টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে, পৃথক মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

বৃহস্পতিবার (৩ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রকৌশলী আলী আকবর বলেন, মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডে ৬৩ হাজার ৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৬শ’৫৭ শিশু, ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ১শ’৩৪ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

২৭ নম্বর ওয়ার্ডে স্থায়ী ৩০টি, অস্থায়ী ১শ’২টি, অতিরিক্ত ৫৫টি ও ভ্রাম্যমাণ ৩৩টি মিলিয়ে সর্বমোট ২শ’২০টি টিকাদান কেন্দ্র থাকবে। মোট স্বেচ্ছোসেবী থাকবে ৪শ’৪০ জন।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিসেফের নিউট্রেশন অফিসার জাহাঙ্গীর আলম, সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক গোপাল চন্দ্র, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সঞ্চালনা মঈন উদ্দিন মঞ্জু।  

এছাড়া সিলেট জেলায় ৪ লাখ ৪৪ হাজার ৯শ’৬৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৪৬ হাজার ৬শ’৪৭ শিশু এবং ১২- ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯৮ হাজার ৩শ’২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচিতে পাঁচ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেবেন।  

তিনি বলেন, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে সাহায্য করে।

সিলেট জেলার দুই হাজার ৫শ’৬৩টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এরমধ্যে স্থায়ী কেন্দ্র রয়েছে ১২টি, অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৪শ’১৬টি, অতিরিক্ত কেন্দ্র ৯৯টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র ৩৬টি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এনইউ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।