ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। জেলার প্রায় পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার (৫ আগস্ট) সকালে শহরের পৌরসভার সামনে শিশুদের ক্যাপসুল খাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমুখ।

এ ক্যাম্পেইনে জেলার প্রায় ২ লাখ ৭৪ হাজার ৯৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।