বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর হাসপাতালের পুষ্টি শাখা, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র, টিকা প্রদান কেন্দ্র, নবজাতক শাখা ও শিশু ওয়ার্ড পরিদর্শন করে প্রতিনিধি দলটি।
হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা এবং চিকিৎসকদের সেবা সম্পর্কে জানেন।
পরে প্রতিনিধি দলটি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা কিশোরীদের সঙ্গে বাল্যবিয়ে সম্পর্কে তাদের সচেতন করে এবং বাল্যবিয়ে বন্ধ করার উপায় বলে দেন। এদিকে সঠিকভাবে কৈশোর কালীন সেবা নিতে পেরে কিশোরীরাও খুশি।
সেবা নিতে আসা ফারজানা (১৪), সোনিয়া (১৪), মিম (১৫) জানায়, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন। সঠিকভাবে বিনামূল্যে সেবা এবং যথাযথ ওষুধও পাচ্ছে তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
আরএ