আগামী ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রোটারিয়ান পিডিজি অধ্যাপক জালাল ইউ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর রোটারিয়ান এফ এইচ আরিফ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জাতীয় টিকাদান দিবসের মাধ্যমে বাংলাদেশ বিশাল কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়, যাতে ২০ মিলিয়ন শিশুকে দিনে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ২০১২ সাল পর্যন্ত ২১টি জাতীয় ও দু’টি উপ-জাতীয় টিকাদান দিবস পালিত হয়েছে। এসব দিবসে বাংলাদেশ উচ্চমাত্রার সফলতা অর্জন করেছে, যা ৯৫ শতাংশেরও বেশি। এ সফলতার পেছনে সরকারি অনেক বিভাগ, দাতা এবং উন্নয়ন অংশীদারদের প্রচণ্ড প্রয়াস লক্ষ্য করা গেছে। এতে সর্বস্তরে মোক্ষম দায়িত্ব পালন করেছে রোটারি ইন্টারন্যাশনালও’।
‘ফিলিপাইনে ১৯৭৯ সালের পোলিও দূরীকরণ কর্মসূচির সফলতায় অনুপ্রাণিত হয়ে রোটারি ইন্টারন্যাশনাল পৃথিবী থেকে পোলিও মাইলিটিস দূর করতে ১৯৮৫-৮৬ সাল থেকে ১২০ মিলিয়ন ডলারের বাজেটে বিশাল কার্যক্রম শুরু করেছে’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘পোলিও দূরীকরণে বাংলাদেশ গত ১১ বছর ধরে পোলিওমুক্ত অবস্থা বজায় রেখেছে। দেশে সর্বশেষ পোলিও রোগী পাওয়া গেছে ২০০৬ সালের ২২ নভেম্বর। এখন যদি নাও থাকে, তবুও রোহিঙ্গাদের উপস্থিতি ও ভবিষ্যতের জন্য পোলিও’র বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে’।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ইএস/এএসআর