ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‌‘গ্রামে গ্রামে আমরা ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি। কিন্তু সেটাও খালেদা জিয়া বন্ধ করে দিয়েছেন। বিএনপির আমলে তারা শুধু লুটপাট করেছে। আর আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।’

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়ের হাটে ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোলার সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।