গত দু'দিন ধরে পাতলা পায়খানাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী আসমা বেগমকে (৫০) তার স্বামী আবদুস সালাম কুমিল্লার মুরাদনগর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ আসেন।
টিকিট কাউন্টার থেকে চিকিৎসার জন্য টিকিট সংগ্রহ করতে চাইলে, কাউন্টার থেকে বলা হয় টিকিট বেচা বন্ধ।
পটুয়াখালীর সদর থেকে কিডনি ও বিভিন্ন রোগে আক্রান্ত ঝুমুর রানীকে (২৫) তার স্বজনরা ঢামেকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনিও চিকিৎসা না পেয়ে জরুরি বিভাগের টিকিট কাউন্টারের পাশে নিচে বসে পড়েন।
ঢামেক হাসপাতালের শিক্ষক সমিতির সভাপতি ও নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. ইউসুফ ফকির বাংলানিউজকে জানান নতুন ভবনের তৃতীয় তলায় রোগী নওশাদের (৫০) মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা দায়িত্বরত চিকিৎসকদের মারধরে করেন। এনিয়ে ঢামেক পরিচালক একেএম নাসির উদ্দিনসহ চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক চলছে। কার্যক্রম আপাতত বন্ধ।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এজেডএস/এএটি