ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে ১৮৩২০২ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
গোপালগঞ্জে ১৮৩২০২ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এবার ১ লাখ ৮৩ হাজার ২০২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২১৫ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৮ হাজার ৯৮৭ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশের ওপর বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের  ডা. তানভীর আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি পরিদর্শক পরিমল চন্দ্র মণ্ডল ও ইপিআই সুপারিনটেনডেন্ট রোকসানা পারভীন।

এতে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।