মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আলোচনা করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার ৯৯০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১১ হাজার ৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৪২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য কর্মী, এফডব্লিউএসহ স্বেচ্ছাসেবক মিলে ১ হাজার ৯৮০ জন কর্মী মাঠে থাকবেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/