ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে সাড়ে ৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রাজশাহীতে সাড়ে ৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (ফাইল ফটো)

রাজশাহী: রাজশাহীতে এবার প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাসিক মেয়র বলেন, মহানগরীতে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৪৩১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ২৯ জন। মহানগরীর ৩৮৪টি কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে। এর মধ্যে ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে ৪১টি। প্রতি কেন্দ্রে দু’জন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।

এর আগে সকালে রাজশাহীর সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করে জানান, জেলার ৯ উপজেলায় এবার তারা ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৫৮ হাজার ৪৮৮ জন শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল।

জেলায় আউটরিচ কেন্দ্র রয়েছে এক হাজার ৭৪৪টি। আর অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৭৩টি। এছাড়া ৩৯টি কেন্দ্রে ভ্রাম্যমাণ শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪১ জন স্বাস্থ্য সহকারী, ৩৭৬ জন পরিবারকল্যাণ সহকারী এবং তিন হাজার ৭১২ জন স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন।

এর আগে গত ৫ আগস্ট সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।