বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ৮শ শয্যা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কপালে জুটছে না হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা।
ফলে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক দামী ক্যাথল্যাব মেশিনের দাবি করা হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বছর দু’য়েক আগে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ তার কাছে এ দাবিটি উত্থাপন করেন। ওই সময় মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
এ বিষয়ে স্বাচিপের মহাসচিব ডা. এম এ আজিজ বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যমন্ত্রী ক্যাথল্যাবসহ অন্যান্য উন্নতমানের যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন।
ইতোমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি ক্যাথল্যাব মেশিন বরাদ্দ করা হয়েছে। অচিরেই আমরা একটি ক্যাথল্যাব মেশিন পাবো। ’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি ক্যাথল্যাব মেশিন বরাদ্দ দেয়া হয়েছে। অচিরেই এটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসএইচ