ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাঙামাটি জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সংযোজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
রাঙামাটি জেনারেল হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স সংযোজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি জেনারেল হাসপাতালে নতুন একটি অ্যাম্বুলেন্স সংযোজন করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নতুন এই অ্যাম্বুলেন্স সংযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের ২ জানুয়ারি রাঙামাটি জেনারেল হাসপাতালের জন্য এই অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।