ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ব্লাড ট্রান্সফিউশন সোসাইটির নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ব্লাড ট্রান্সফিউশন সোসাইটির নতুন কমিটি বিটিএসবি’র আয়োজিত চতুর্থ জাতীয় কনফারেন্সে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা:  ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশের (বিটিএসবি) নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাজহারুল হক তপন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিটিএসবি’র আয়োজিত চতুর্থ জাতীয় কনফারেন্স শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।  
 
এ সময় বিটিএসবি’র নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, বিটিএসবি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও অভিজ্ঞতা বিনিময় করে পরিসঞ্চালন পরিমন্ডলের ব্যবস্থাপনা এবং ব্লাড ব্যাংকিং সেক্টরের উন্নয়ন সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোগীদের সেবায় নতুন উদ্ভাবনা ও নির্দেশনাসমূহ প্রয়োগে এ পেশার সব সদস্যকে উৎসাহিত করবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।