ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

খাবারে রং-কেমিক্যাল: ২ বেকারির ৬০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
খাবারে রং-কেমিক্যাল: ২ বেকারির ৬০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে দুই বেকারির উৎপাদিত খাবারে ক্ষতিকারক রং ও কেমিক্যাল মেশানোয় তাদের ভোক্তা অধিকার আইনে ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ঘুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ জরিমানা আদায় করেন।

মানবদেহের জন্য ক্ষতিকারক রং ও কেমিক্যাল মিশিয়ে খাবার উৎপাদন করায় চম্পা বেকারিকে পঞ্চাশ হাজার এবং মা বেকারিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মো. শাহ্ আলমের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক, বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।