আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান মঙ্গলবার (২৯ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির প্রতি এ নোটিশ পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে বাবুল হোসেন নামে এক রোগীর মৃত্যু কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় মঙ্গলবার ‘ডাক্তার ব্যক্তিগত চেম্বারে, হাসপাতালে রোগীর মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু সম্প্রতি নিজ কর্মস্থল সরকারি হাসপাতাল রেখে অনেক ডাক্তার তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিচ্ছেন। ফলে রোগীরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সরকার নির্ধারিত কর্মঘণ্টা চলাকালে সরকারি ডাক্তারদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস করা শুধুই পেশাগত অসদাচরণই নয়, আইনের দৃষ্টিতে এটা অপরাধ।
তিনি জানান, নোটিশে বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ইএস/এএ