বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মো. শামছুল আলম।
দুদকের অভিযোগে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছে।
এর আগে গত ৯ জানুয়ারি স্বাক্ষরিত চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠিয়ে চারজনকে তলব করে নোটিশ করেন দুদকের উপ-পরিচালক মো. শামছুল আলম।
দুদকে তলব করা ব্যক্তিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা. আবদুর রশীদ, সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন।
দুদক সূত্রে জানা যায়, এর আগে অবৈধ পন্থায় অগাধ সম্পদের মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেন ও সহকারী পরিচালক (বাজেট) ডা. আনিসুর রহমানকে দুদক জিজ্ঞাসাবাদ করে। তখন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় আবেদন করেন পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন ও ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন পরিচালক লাইন ডিরেক্টর ডা. আব্দুর রশিদ।
দুদকের কাছে চাওয়া সময় শেষে বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আব্দুর রশিদকে দুদক তলব করে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএম/আরআইএস/