রোববার (২৪ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি মেডিকেল কলেজের সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. কে এম আহসান হাবিব।
বিপিএমসি’র সভাপতি এম এ মুবিন খানের নেতৃত্বে সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. এনামুর রহমান, অর্থ সম্পাদক ইকরাম হোসেন বিজুসহ ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডা. মো. মোস্তাফিজুর রহমান, , প্রীতি চক্রবর্তী, নাজমুল আহসান সরকার, উলফাৎ জাহান মুন ও নীলু আহসান।
সভায় সংগঠনের নেতারা বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমএএম/আরআইএস/