সোমবার (১৫ এপ্রিল) বর্ষবরণ উদযাপন উপলক্ষে বিএসএমএমইউ এর টিচার্স লাউঞ্জে তিনি এ আহ্বান জানান। বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বিএসএমএমইউ’র শিক্ষক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ বলেন, দেশের প্রথম ও প্রধান মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএসএমএমইউ’র কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবসম্মত কারণেই গবেষণার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। বিএসএমএমইউ’র শিক্ষকদের গবেষণার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য কল্যাণকর এমন গবেষণায় নজর দিন। চিকিৎসাসহ স্বাস্থ্যখাতে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। রোগীদের কল্যাণের জন্য সেই সুযোগকে কাজে লাগাতে হবে।
বিএসএমএমইউ'র শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমএএম/আরআইএস/