ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

স্বাস্থ্য

নাটোরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, এপ্রিল ১৬, ২০১৯
নাটোরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোর: দেশের মানুষের কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবার অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে ১৬ থেকে ২০ মে পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।