ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: রমেক হাসপাতালে ৩২ জন ভর্তি 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: রমেক হাসপাতালে ৩২ জন ভর্তি  রমেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী, ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত শুক্রবার (১৯ জুলাই) থেকে সোমবার (২৯ জুলাই) পর্যন্ত ১০ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্তদের রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তারা সবার রংপুরের অঞ্চলের বাসিন্দা।

জানা যায়, হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরের গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরের নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫)। এছাড়া লালমনিরহাটের দুইজন রোগী আছেন বলেও জানা যায়।  

ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। যারা ভর্তি কোচিং করতে ঢাকা গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।  

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন অনেকটাই শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।