হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্তদের রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরের গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরের নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫)। এছাড়া লালমনিরহাটের দুইজন রোগী আছেন বলেও জানা যায়।
ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। যারা ভর্তি কোচিং করতে ঢাকা গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।
রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন অনেকটাই শঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ওএইচ/