হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুলাই) যে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি মাসের ১৬ জুলাই থেকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভর্তি হতে শুরু করে। আর ১৬ জুলাই থেকে সোমবার দুপুর পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে অনেকেই ঢাকা থেকে জ্বর নিয়ে এবং বাকিরা ঢাকা থেকে বাড়ি ফিরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
তবে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলে জানান বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
তিনি বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। সুতরাং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক রোগী ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/এএটি