ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৪ ডেঙ্গু রোগী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৪ ডেঙ্গু রোগী 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত এক সপ্তাহে জেলায় মোট ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন এবং দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, সিরাজগঞ্জ ২৫০-শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২৪ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, আভিসিনা হাসপাতালে দু’জন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন।

 

এদিকে সিরাজগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জেবুন্নাহার বেগম বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও চার ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাহজাদপুরের সাইফুল ও বশির, সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া এলাকার বেলাল হোসেন ও উল্লাপাড়ার আরিফ।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলায় গত আট দিনে মোট ৫৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। অনেকই চিকিৎসা নিয়ে দু-একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই রাজধানী ঢাকা থেকে জীবাণু বহন করে নিয়ে এসেছেন। সিরাজগঞ্জে এনিয়ে আতঙ্কের কিছু নেই। এরপরও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।  

** সিরাজগঞ্জে ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
** সিরাজগঞ্জে আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।