বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সিরাজগঞ্জ ২৫০-শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২৪ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, আভিসিনা হাসপাতালে দু’জন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন।
এদিকে সিরাজগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জেবুন্নাহার বেগম বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও চার ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তারা হলেন- শাহজাদপুরের সাইফুল ও বশির, সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া এলাকার বেলাল হোসেন ও উল্লাপাড়ার আরিফ।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলায় গত আট দিনে মোট ৫৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। অনেকই চিকিৎসা নিয়ে দু-একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই রাজধানী ঢাকা থেকে জীবাণু বহন করে নিয়ে এসেছেন। সিরাজগঞ্জে এনিয়ে আতঙ্কের কিছু নেই। এরপরও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) নির্দেশে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে।
** সিরাজগঞ্জে ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
** সিরাজগঞ্জে আরও ৬ ডেঙ্গু রোগী শনাক্ত
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস