ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: মুন্সিগঞ্জে আক্রান্ত ৩৩৪, হাসপাতালে ভর্তি ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ডেঙ্গু: মুন্সিগঞ্জে আক্রান্ত ৩৩৪, হাসপাতালে ভর্তি ২৭

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৪। এছাড়া জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন  রয়েছেন ২৭ জন রোগী। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪২ জন এবং ৬৫ জন ডেঙ্গু রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সরকারি হাসপাতালগুলোতে নয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।  

মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে জানান, ডেঙ্গু রোগীদের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারা জেলাজুড়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত আছে।  

এদিন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নয়জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, লৌহজং উপজেলা স্বাস্থ্য ৬ জন, টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।