মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এসময় তিনি বলেন, অনলাইনেই যাতে রোগীরা বিভিন্ন ধরনের সেবা পান, তা নিশ্চিত করা হবে।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তালিয়ে মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যাতে করে মানুষ তার প্রয়োজন মতো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অনলাইনে সেবাগুলো নিতে পারেন। এছাড়া রোগী ও সাধারণের সুবিধার্থে শিগগির পাঁচ ডিজিটের হেলপলাইনও চালু করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে শিক্ষকদের গবেষণাপত্রগুলোও সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন মতো সেগুলোর ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই ওয়েবসাইটটি। সেভাবেই এই ওয়েবসাইটটি নতুন করে ডিজাইন করা হয়েছে। আর সেরককম বিভিন্ন সুযোগ-সুবিধার অপশন রাখা হয়েছে।
এদিকে, একই সময়ে আইটি বিষয়ক ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ল্যাব’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীসহ মোট ৬৬ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও আইটি সেলের ইনচার্জ অধ্যাপক ডা. সায়েদুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএএম/টিএ