শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা, বৈশ্বিকভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাবের ফলে স্বাস্থ্য ঝুঁকি কমাতে চিকিৎসকদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চেীধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক, বাপা ডা. মো. আব্দুল মতিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খাঁন, অধ্যাপক ডা. কাজী মেজবাহ কামরুন্নাহার তামান্না, ডা. ফয়জুল হাকিম লালা, নিমাই গাঙ্গুলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএএম/ওএইচ/