ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢাবিতে ১২ স্পটে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ঢাবিতে ১২ স্পটে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রোভার স্কাউটদের অংশগ্রহণে ১২ স্পটে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১১ জানুয়ারি)। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাবি শাখার প্রধান রোভার স্কাউট লিডার ও সম্পাদক মাহমুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

পূর্বের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের  ১২টি স্পটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।

শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তর ফুলার রোডে গেট সংলগ্ন চত্বরে ক্যাম্পেইনটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

স্পটগুলোর হলো, উত্তর ফুলার রোড গেটসংলগ্ন চত্বর,শহীদুল্লাহ হল পুকুরপাড়, নীলক্ষেত আবাসিক এলাকা, উদয়ন স্কুল, নীলক্ষেত আইয়ুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিববাড়ি আবাসিক এলাকা, জগন্নাথ হল মন্দির, বিজয় একাত্তর হল সংলগ্ন বটতলা, নিউ মার্কেট কমিশনার কার্যালয় (গেট নং- ০১), তিন নেতার মাজার মসজিদ, জাতীয় জাদুঘর সংলগ্ন গেট,  শাহবাগের শিশু পার্ক।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯,২০২০
এসকেবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।