ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে ক্লিনিকে নবজাতক মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, জানুয়ারি ২১, ২০২০
রংপুরে ক্লিনিকে নবজাতক মৃত্যুর অভিযোগ

রংপুর: দায়িত্বে অবহেলায় রংপুরে এক বেসরকারি ক্লিনিকে তিনদিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি)  দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ অপমৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেন নবজাতকের স্বজনরা।

নবজাতক শিশুর চাচা রাকিব অভিযোগ করেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে নগরীর বড় নুরপুর এলাকার নিপা বেগম প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি হন।

 রাত সাড়ে নয়টার দিকে সিজারের মাধ্যমে এক মেয়ে শিশুর জন্ম দেন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে হঠাৎ নবজাতক ওই শিশু অসুস্থ হলে ক্লিনিক কর্তৃপক্ষকে জানায় তার স্বজনরা। কিন্তু সেখানে কোনো ডাক্তার না থাকায় সুচিকিৎসা না পাওয়ায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।  

তিনি জানান, ক্লিনিকে কোনো আবাসিক চিকিৎসক নেই। শুধু নার্স দিয়ে এখানে চিকিৎসা করা হয়। ফলে যথাযথ চিকিৎসা না হওয়ায় এ মৃত্যু হয়েছে।

এ সময় তিনি একে হত্যা বলে দাবি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে নবজাতকের স্বজনরা বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।