সোমবার (০৯ মার্চ) সকালে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
খুমেক হাসপাতালের পরিচালক চিকিৎসক এ টি এম মনজুর মোর্শেদ বাংলানিউজকে জানান, নেপালি নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্র সর্দি ও জ্বর নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন।
তিনি জানান, ওই ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত নয়। নেপালে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও তাকে নিজ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
** করোনা ভাইরাস সন্দেহে খুবির শিক্ষার্থী খুমেকে ভর্তি
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমআরএম/আরআইএস/